শুভেন্দু মণ্ডল
এই শীতে শহরের নতুন অতিথি ওলা। আগের শীতেও হাত তুলতে হয়েছে ট্যাক্সির জন্য। ট্যাক্সিচালক নিয়ে যেতে চাননি। গন্তব্য শুনে ফিরিয়ে দিয়েছেন, নয়তো বেশি ভাড়া দাবি করেছেন। এবার সেই সমস্যা অনেকটাই মিটেছে। আপনার হাতে স্মার্ট ফোন থাকলেই আপনি ডাকতে পারেন ওলা বা উবের।
কী কী সুবিধা আছে ওলায়, একবার একনজরে চোখ বোলানো যাক।
১) হাতে স্মার্টফোন থাকলেই ডাকতে পারবেন। আপনার বাড়িতেই গাড়ি এসে হাজির হয়ে যাবে। যেখান থেকে ডাকবেন, সেখানেই গাড়ি চলে আসবে।
২) বুক করা মাত্রা আপনার মোবাইল নম্বর ড্রাইভারের কাছে এবং ড্রাইভারের মোবাইল নম্বর আপনার কাছে চলে আসবে। ফোনে যোগাযোগ করে নিতে পারেন।
৩) গাড়ি কত দূরে আছে, আসতে কতক্ষণ লাগবে, কোন রাস্তা দিয়ে আসছে, আপনি নিজেই বুঝতে পারবেন।
৪) এখানে প্রত্যাখ্যান নেই। শহরের মধ্যে যেখানে যেতে চাইবেন, ড্রাইভার সেখানেই নিয়ে যাবেন।
৫) প্রথমবার উঠলে ফ্রি রাইড। কাউকে রেফার করলে তারও ফ্রি রাইড। নানা সময়ে ৫০ বা ১০০ টাকার কুপন আসবে আপনার ফোন বা ই মেলে। সেই কুপন ব্যবহার করলে খরচ অনেকটাই কমে গেল।
৬) বাড়তি ঘোরানোর ব্যাপার নেই। সহজ পথেই ড্রাইভার নিয়ে যাবেন। ঘুরপথে নিয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন।
৭) রাস্তা চেনা না থাকলেও সমস্যা নেই। গুগল ম্যাপ রাস্তা দেখিয়ে দেবে।
৮) প্রত্যেক চালক স্মার্ট ফোনের ব্যবহার জানেন। দুর্ব্যবহার পাবেন না। কারণ, চালক দুর্ব্যবহার করলে আপনি নির্দিষ্ট জায়গায় অভিযোগ করতে পারেন।
৯) চালকের রেটিং আপনার হাতে। নামার পর আপনি ঠিক করবেন, তাঁকে কত নম্বর দেবেন। তার উপর ভিত্তি করে ঠিক হবে তাঁর ইনসেনটিভ।
১০) মাঝরাত, মাঝদুপুর, ভোর যখন খুশি ডাকতে পারেন। এখন সংখ্যায় একটু কম। যতদিন যাবে, সার্ভিস বাড়বে। এর মধ্যেই ছড়িয়ে পড়েছে দুর্গাপুর, শিলিগুড়িতে।আগামীদিনে বিভিন্ন জেলাতেই এই পরিষেবা পাওয়া যাবে।