স্বরূপ গোস্বামী
অনেকদিন আপনি শিরোনামে নেই। টিভিতে আপনার ছবি দেখিনি। কাগজেও আপনার কথা খুঁজে পাই না। কোথায় আছেন, কী করছেন, কিছুই জানি না। তবু মাঝে মাঝেই আপনার কথা মনে পড়ে।
আপনি সেই মেয়ে, যিনি রাজ্যপালের হাত থেকে সোনার মেডেল ফিরিয়ে দিয়েছিলেন। আপনি সেই মেয়ে যিনি দেখিয়ে দিয়েছেন নম্রভাবে করা প্রতিবাদও কতটা জোরালো হতে পারে। আপনি সেই মেয়ে, যাঁর প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সারা বাংলায়।
সস্তা নাটক নয়। ছবি তোলার হুজুগও নয়। বিশ্বাস করি, আপনার প্রতিবাদ উঠে এসেছিল একেবারে ভেতর থেকেই। তাই গীতশ্রী সরকার নিছক এক ছাত্রীর নাম নয়। গীতশ্রী এক প্রতিবাদের নাম। গীতশ্রী বললেই আমরা বুঝতাম সন্ধ্যা মুখোপাধ্যায়কে। ভারী মিষ্টি সেই গলা। সেই পাঁচ দশক আগের গান। এখনও কী জীবন্ত। কিন্তু এই প্রজন্ম গীতশ্রী বলতে বোঝে আপনাকেই। প্রায় এক বছর লোক চক্ষুর আড়ালে থাকলেও সেই প্রতিবাদ ম্লান হয়ে যায়নি।
মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। তবু জানতে ইচ্ছে করছে, আপনার বয়স কত ? ভারী অদ্ভুত একটা নিয়ম আছে। আঠারো বছরে মানুষ ভোট দিতে পারবে। কিন্তু ভোটে দাঁড়াতে হলে পঁচিশ বছর হতে হবে। কেন জানি না, এই নিয়মকে বড় প্রহসন মনে হচ্ছে। ষোল বছরের শচীন দেশের হয়ে টেস্ট খেলছেন, আঠারো বছরের মেসি আর্জন্টিনার হয়ে বিশ্বকাপ খেলেছেন, মাইকেল ফেল্পস বা ইয়ান থর্পরা আরও কম বয়সে বিশ্বজয়ী হয়ে গেছেন। অথচ, আপনি কিনা পঁচিশ হয়নি বলে ভোটে দাঁড়াতে পারবেন না। এ কেমন নিয়ম !
এত মানুষ বয়স কমিয়ে রাখে, আপনি একটু বাড়িয়ে রাখতে পারেননি ? যদি একটু বাড়িয়ে রাখতে পারতেন, তাহলে নতুন এক লড়াইয়ের পরিসর খুলে যেত আপনার সামনে। না, কোনও নিশ্চিত আসনে আপনাকে দেখতে চাই না। আপনাকে দেখতে চাই সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কোনও পোড়খাওয়া রাজনৈতিক মুখ নয়, আপনার মতো নতুন প্রজন্মের কেউ হতে পারতেন তাঁর বিরুদ্ধে আদর্শ প্রার্থী।
এমন একজন, যাঁর বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ আনা যেত না। এমন একজন, যিনি সরাসরি দৈনন্দিন রাজনীতির বৃত্তে থাকা মানুষ নন। এমন একজন, যিনি দেখিয়ে দিয়েছেন, নমস্কার করেও কী সুন্দরভাবে প্রতিবাদ করা যায়। আপনিই হতে পারতেন প্রতিবাদের ভাষা। আপনিই হতে পারতেন মিছিলের সেই মুখ।
ধরে নিন, আপনার বয়স পঁচিশ বছর। বাম নেতৃত্ব কি আপনার কথা ভাবতেন ? জানি না। কংগ্রেস বা বিজেপি কি সমর্থন করত ? তাও জানি না। যাঁরা কোনও রাজনীতির সঙ্গেই যুক্ত নন, তাঁরা কি এই লড়াকু মুখকে দেখে কিছুটা প্রভাবিত হতেন ? জানা নেই। হয়ত এগুলোর কোনওটাই হত না। হয়ত আপনিও পঞ্চাশ হাজার ভোটে হারতেন।
তবু মনে মনে ভাবছি। আপনি প্রার্থী হলে কী দারুণ একটা বার্তা যেত। গীতশ্রী, বোন আমার, একবার ভেবে দেখতে পারেন। পঁচিশ হতে হয়ত কিছুটা দেরী। আমরা না হয় অপেক্ষা করব।