বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ সিসিটিভি বসিয়েও কাজ হল না। মাধ্যমিকের প্রথম দিনেই ব্যাপক টোকাটুকি। একটি বা দুটি স্কুলের বিক্ষিপ্ত ঘটনা নয়। অধিকাংশ জেলা থেকেই আসছে এই টোকাটুকির খবর। শুধু অভিযোগ নয়, উঠে আসছে ভিডিও ফুটেজও।
গতবছরও গণ টোকাটুকির অভিযোগ এসেছিল বিভিন্ন জেলা থেকে। পুলিশের চোখের সামনেই নকল সরবরাহ করা হচ্ছে বাইরে থেকে। এবারও সেই ছবিটা একেবারেই বদলালো না। পুলিশ অনেক জায়গাতেই নির্বাক দর্শক। কোথাও বড়জোড় লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়া। একটু পরেই আবার স্বমহিমায় হাজির ‘সমাজসেবক’রা। ছাদে উঠে, পাঁচিলে বা কার্নিসে উঠে, জীবনের ঝুঁকি নিয়েও তাঁরা ‘সমাজসেবা’ করেই চলেছেন।
আজ থেকে শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষার্থী ১০ লাখ ৩৫ হাজার ৯৩০। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় পনেরো হাজার।