বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ কথা ছিল, নেতাজির জন্মদিনেই কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন ফাইল প্রকাশ করা হবে। সেটাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দিল্লিতে হাজির হয়েছিলেন নেতাজি পরিবারের সদস্যরা। ছিলেন নেতাজি গবেষকেরাও। সেখানেই নেতাজি সংক্রান্ত একশোটি ফাইল প্রকাশ করা হল।
গত কয়েকমাস ধরেই এই প্রক্রিয়া চলছিল। ফাইলগুলি ডিজিটালাইজড করার কাজ চলছিল। এই ফাইলগুলির মধ্যে চারটি গোপনীয় ও দুটি চূড়ান্ত গোপনীয় ফাইল আছে, এমনটাই জানা যাচ্ছে।
নেতাজি সংক্রান্ত বেশ কিছু অজানা তথ্য সামনে আসতে পারে, এমনটাই আশা করেছিলেন গবেষকরা। সেইসব ফাইলে কী আছে, তার বিস্তারিত জানতে কিছুটা সময় লাগবে। তবে কিছু তথ্য সামনে আসছে। যেমন এই ফাইল থেকে জানা যাচ্ছে, ভারত স্বাধীন হওয়ার পর থেকে ১৯৬৫ সাল পর্যন্ত নেতাজির কন্যা অনিতাকে মাসে ৬ হাজার টাকা করে পেনশন দেওয়া হত। নেতাজির স্ত্রীকেই এই পেনশন দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন। তখন নেতাজি কন্যা অনিতাকে এই পেনশন দেওয়া হয়। বিয়ের আগে পর্যন্ত তাঁকে এই পেনশন দেওয়া হয়েছিল।
এমন আরও নানা তথ্য সামনে আসতে পারে। গবেষকরা সেখানে আলোকপাত করতে পারেন।
প্রসঙ্গত, রাজ্য সরকার আগেই নেতাজি সংক্রান্ত বেশ কিছু ফাইল প্রকাশ করে। পুলিশ মিউজিয়ামে সেগুলি রাখা হয়েছে। যদিও সেইসব ফাইল থেকে চাঞ্চল্যকর কোনও তথ্য বেরিয়ে আসেনি। কেন্দ্রের ফাইলে সেই সম্ভাবনা আছে, এমনটাই মনে করছেন কেউ কেউ।