বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ বিশ্বকাকের গল্প, বিশ্বকাপের যুদ্ধ। সবমিলিয়ে পাঠকের যেন দ্বিগুণ পাওনা। ক্রীড়া সাংবাদিক শুভ্র মুখোপাধ্যায়ের বই নতুন চেহারায় হাজির করল বিশ্বকাপকে।
অভিজ্ঞ সাংবাদিক শুভ্র। ক্রিকেট, ফুটবল- দুটোই সমানতালে করেন। ঘরোয়া ফুটবল মাঠের চেনা মুখ। কিন্তু বিশ্বকাপের হাতছানিতে সেই শুভ্র এবার হাজির হয়েছিলেন ব্রাজিলে।
নিজের কাগজে আকর্ষণীয় সব প্রতিবেদন লিখেছেন। কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে গিয়েছিল। সেই অভাব মিটিয়ে দিল এই বই। এই মাসেই শহরে আসছেন পেলে। তার ঠিক আগেই সেই বই সামনে এল। জমকালো এক অনুষ্ঠান হল শোভাবাজার রাজবাড়িতে। বইটির উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলি। ছিলেন সুব্রত ভট্টাচার্য, শিবাজি ব্যানার্জি, সঞ্জয় সেন, মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, শান্তিরঞ্জন দাশগুপ্ত, বিশ্বরূ দে, জয়দীপ কর্মকার, ঋত্বিক দাস।
এই বই বাজারে আনার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল ব্লু চিপ কর্ণধার ঋত্বিক দাসেরও। পেলের আগমন থেকে আই এস এল নানা প্রসঙ্গই উঠে এল। উঠে এল শুভ্রকে নিয়েও নানা কথা। বইয়ের মধ্যে তথ্য, পরিসংখ্যান, নানা অজানা কাহিনী তো আছেই। যাঁরা দৈনন্দিন ফুটবলের ভক্ত নন বা বিশ্বকাপ নিয়ে যাঁদের বিরাট মাথাব্যাথা নেই, তাঁদেরও ভাল লাগবে এই বই। খেলার সঙ্গে যে জীবন মিশে আছে, কোপাকাবানা বিচে নানা দেশ থেকে আসা সমর্থকের যে হাসি-কান্নার ইতিবৃত্ত রয়ে গেছে, তাও সুন্দরভাবে ফুটে উঠেছে শুভ্র-র মরমী লেখনিতে।