কিছুটা হঠাৎ করেই নেওয়া সিদ্ধান্ত।
বেঙ্গল টাইমসের একটি শারদ সংকলন প্রকাশিত হবে পুজোর আগেরদিন। অর্থাৎ সোমবার। যদি কোনও কারণে সোমবারের মধ্যে কাজ শেষ না করা যায়, সেক্ষেত্রে সপ্তমীর দিন, অর্থাৎ মঙ্গলবার।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ১০০ পাতার ই ম্যাগাজিন। পাতা কিছুটা বাড়তেও পারে। সেখানে রাজনীতি, সাহিত্য, বিনোদন, খেলা, ভ্রমণসহ বিভিন্ন আকর্ষণীয় বিভাগ থাকছে। অনেক নতুন লেখার সঙ্গে বেঙ্গল টাইমসে প্রকাশিত দু একটি লেখার পুরানো লেখাও থাকবে।
পাঠকরাও অংশ নিতে পারেন। গল্প বা অণু গল্প পাঠাতে পারেন। অণু গল্পের ক্ষেত্রে শব্দ সংখ্যা আনুমাণিক ২০০ । গল্পের ক্ষেত্রে ১০০০ থেকে ১২০০ । ছোট কবিতাও পাঠাতে পারেন। বাংলা ওয়ার্ডে কম্পোজ করে পাঠালে তবেই বিবেচিত হবে। হাতে সময় খুব কম। লেখা পাঠালে শনিবার বেলা বারোটার মধ্যে পাঠান। লেখার সঙ্গে লেখকের ফোন নম্বর ও ই মেল আই ডি থাকা জরুরি।।
লেখা পাঠানোর ঠিকানা
bengaltimes.in@gmail.com