বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ চলে গেলেন দেশের ফার্স্ট লেডি। রাষ্ট্রপতি-জায়া শুভ্রা মুখার্জি মারা গেলেন মঙ্গলবার সকাল পৌনে এগারোটায়।
গত সপ্তাহেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় দিল্লির সেনা হাসপাতালে। ওড়িশা সফর কাটছাঁট করে দ্রুত দিল্লিতে ফিরে আসেন রাষ্ট্রপতি। কয়েকদিন ধরেই তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক। আগামী কয়েকদিনের বিভিন্ন সরকারি অনুষ্ঠান বাতিল করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন শুভ্রা দেবী।
জন্ম ১৯৪০ সালে। বাংলাদেশের যশোর জেলায়। প্রণববাবুর সঙ্গে তাঁর বিয়ে হয় ১৯৫৭ তে। তখন থেকেই প্রণববাবুর সুখ দুঃখের সঙ্গিনী শুভ্রা দেবী। রবীন্দ্র সঙ্গীত ও নৃত্যনাট্যের শিল্পী ও অনুরাগী ছিলেন। লেখালেখির অভ্যেসও ছিল। দুটি বই লিখেছিলেন। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর গল্পও প্রকাশিত হয়েছিল। রাইসিনা হিলসেও তাঁর উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল।
জাতীয় ও রাজ্য রাজনীতির অনেককেই খুব কাছ থেকে দেখেছিলেন শুভ্রা দেবী। অনেকের কাছে তিনি ছিলেন অভিভাবতের মতোই। ইন্দিরা গান্ধী বিশেষ স্নেহ করতেন শুভ্রা দেবীকে। ইন্দিরার মৃত্যুর পর তাঁকে নিয়ে স্মৃতিচারণধর্মী একটি বইও লিখেছিলেন শুভ্রা দেবী। সেই বইয়ের নাম – চোখের আলোয়।