সাইরুল ইসলাম
কমরেড,
যে কোনও দিনই আপনি হয়ত ভিড়ে যাবেন তৃণমূলে। হয়ত তৃণমূলের হয়ে ভোটেও দাঁড়িয়ে যাবেন। তখন আর আপনাকে কমরেড বলতে পারব কিনা জানি না। বা, বললেও আপনি পাল্টা লেঠেল-বাহিনী লেলিয়ে দেবেন কিনা, তাও জানি না।
আপনার খুব ভক্ত ছিলাম, এমন বললে বাড়াবাড়ি হবে। তবে আপনার কথাগুলো বেশ যুক্তিপূর্ণই মনে হত। মনে হত, অনেক অভিমান থেকে কথাগুলো বলছেন। মনে হত, আপনার উপর সত্যিই হয়ত অবিচার হয়েছে। যেদিন আপনাকে বহিষ্কার করা হল, সেটাও ঠিক মানতে পারিনি। মনে হয়েছিল, এই সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যেত।
তারপরেও আপনি অন্য শিবিরে যাননি। বরং বামেদের সুরেই অনেক সময় কথা বলেছেন। দলীয় বৃত্তে না থাকলেও আপনাকে কমরেড ভাবতে ভালই লাগত। মনে হত, যতই প্রলোভন থাকুক, আপনি অন্য দলে যাবেন না।
কিন্তু এখন যা মনে হচ্ছে, আপনার তৃণমূলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। নেত্রীর সঙ্গে বৈঠক করেছেন। শুনছি দর কষাকষিও নাকি চলছে। আপনি নিজে নিশ্চিতভাবেই টিকিট পাবেন। আপনার দু-তিনজন অনুগামীও টিকিট পেতে পারেন।
তৃণমূলে যাওয়ার স্বপক্ষে নানারকম যুক্তি দেবেন। সিপিএম-কে আরও চড়া সুরে আক্রমণ করবেন। বিশ্বাস করুন, এই ভূমিকায় আপনাকে দেখতে ভাল লাগবে না। বেশ কষ্টই হবে। এই তো বছর দেড়েক আগে, আপনাকে কী নির্মমভাবে আঘাত করা হল। তৃণমূল থেকে নিন্দাটুকুও করা হয়নি। সিপিএমের উপর রাগ থাকতেই পারে। তাই বলে তৃণমূলকে বেশি গ্রহণযোগ্য মনে করলেন ? তৃণমূল জমানায় আপনি হয়ত গুরুত্বহীন একটা দপ্তর পেতে পারেন। কিন্তু সেখানে আপনার মতামতের কোনও গুরুত্ব থাকবে ? কোনও কথা বলতে পারবেন ? তৃণমূলের মন্ত্রীদের দেখেও বুঝতে পারেন না, তারা কতটা অসহায় ?
ঋতব্রতর সাংসদ হওয়া আপনি মানতে পারেননি। কিন্তু অভিষেক ব্যানার্জি যখন শুধুমাত্র ‘পিসির ভাইপো’ হওয়ার সুবাদে ধমক দেবেন, মানতে পারবেন তো ? সিপিএম নাকি মুসলিমদের দুরুত্ব দেয়নি। মমতার দলে সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সি, মুকুল রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়- এরা কারা ? সেখানে নীতি নির্ধারণে সংখ্যালঘুদের কোনও ভূমিকা আছে ?
বয়স হলে নাকি ভিম্রতি হয়। আপনি সেই প্রবাদটাই যেন সত্যি করতে চলেছেন। নাই বা ভোটে দাঁড়ালেন। নাই বা মন্ত্রী হলেন। যে সম্মানটুকু লড়াইয়ের বিনিময়ে অর্জন করেছেন, তা এভাবে নষ্ট করবেন ? জীবনের পশ্চিম সীমান্তে এসে এমন একটা দলের চাটুকারিতা করবেন ? এই চাটুকারিতা আপনাকে মানায় ? আরাবুলের ঠ্যাঙাড়ে বাহিনীর সৌজন্যে ভোটে জিতবেন ? আপনাকে মানায় ?
রেজ্জাক সাহেব, এখনও সময় আছে। তৃণমূলের ফাঁদে পা দেবেন না। নিজেকে ছোট করবেন না। জানিয়ে দিন, আপনি তৃণমূলে যাচ্ছেন না। বাম মনষ্ক মানুষের শ্রদ্ধা পাবেন। এমনকি তৃণমূলিরাও হয়ত মনে মনে শ্রদ্ধাই করবেন।