সাহিত্য বিভাগে কিছু লেখা আমন্ত্রিত। তবে পাঠকদের জন্যও দরজা খোলা। তাঁরাও লেখা পাঠাতে পারেন। লেখা মনোনীত হলে প্রকাশ করা হবে। তবে পাঠানো মাত্রই আপলোড হবে, এমনটা নাও হতে পারে। প্রকাশিত হলে লেখককে ই মেল মারফত জানানোর চেষ্টা হবে। তিন মাসের মধ্যে প্রকাশিত না হলে ধরে নিতে পারেন, লেখা মনোনীত হয়নি।
কবিতা, ছড়া, অণু গল্প ও গল্প পাঠাতে পারেন। অন্য জায়গায় প্রকাশিত কোনও লেখা পাঠাবেন না। লেখা ছাপার জন্য ফোনে অনুরোধ বা তদ্বির করবেন না।
লেখা পাঠানোর ঠিকানা
bengaltimes.in@gmail.com