অজয় কুমার
নতুন নতুন চমক দিতে আমাদের মুখ্যমন্ত্রী খুব ভালবাসেন। এবার তিনি নতুন তাস বাজারে ছেড়েছেন। তিনি জাতীয় সরকার চেয়েছেন। সেই সরকারের প্রধানমন্ত্রী আদবানি, রাজনাথ সিং বা অরুণ জেটলি হলে নাকি তাঁর কোনও আপত্তি নেই।
ভেবে দেখুন, বিজেপি– র কে প্রধানমন্ত্রী হবেন, তিনি ঠিক করে দিচ্ছেন। কে হলে তাঁর আপত্তি নেই, তাও জানিয়ে দিচ্ছেন। এমন অভিনব প্রস্তাব নিয়ে হইচই হওয়ারই কথা। কিছুটা হচ্ছেও। আমার মাথায় নতুন একটা বুদ্ধি এল। মমতা যখন বলে দিচ্ছেন, আমরাও তো তেমনটা বলতে পারি। মাত্র সাত মাস আগেই বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। তাই মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূলেরই কেউ থাকুক।
যোগ্য প্রশাসক হিসেবে সুব্রত মুখার্জির একটা খ্যাতি আছে। সেই সাতের দশকে তিনি ছিলেন এই রাজ্যের পুলিশমন্ত্রী, পুরমন্ত্রী। বুঝতেই পারছেন, অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। কলকাতার মেয়র হিসেবেও যথেষ্ট সফল, এ কথা বিরোধীরাও স্বীকার করেন। রাজ্যের জনস্বাস্থ্য কারীগরি ও পঞ্চায়েত দপ্তরেও অনেক কাজ হচ্ছে। একটু স্বাধীনতা পেলে হয়ত আরও ভাল কাজই করতে পারতেন। সবাইকে নিয়ে চলতে পারেন। তাঁকে যদি মুখ্যমন্ত্রী করা হয়, তাহলে কেমন হয়?
কী বলছেন, সুব্রতবাবু বুড়ো হয়ে যাচ্ছেন। একটু কমবয়সী কাউকে চান? বেশ, তাহলে শুভেন্দু অধিকারীর নাম হাওয়ায় ভাসিয়ে দিলাম। তিনি মুখ্যমন্ত্রী হলেও মন্দ হয় না। মমতার পরেই দলে সবথেকে যদি কেউ জনপ্রিয় থাকেন, তবে তিনি শুভেন্দু। তাছাড়া, মুখ্যমন্ত্রী বারবার কলকাতা থেকেই কেন হবেন ? জেলার কেউ মুখ্যমন্ত্রী হলে তো ভালই। পরিবহন দপ্তরের দায়িত্ব নিয়ে বেশ ভালই সামলাচ্ছেন। বড় দায়িত্ব পেলে সামলাতে পারবেন, এই বিশ্বাসটুকু তৈরি করেছেন। তাহলে, শুভেন্দুকেও মুখ্যমন্ত্রী হিসেবে ভাবা যেতেই পারে, কী বলেন ?
কেন্দ্রে মমতা জাতীয় সরকার চেয়েছেন। আমরাও যদি রাজ্যে প্রাদেশিক মন্ত্রীসভা চাই? সেখানে নানা দলের প্রতিনিধি থাকুক। সেই মন্ত্রীসভায় বিজেপির দিলীপ ঘোষ থাকুন, সিপিএমের সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য থাকুন। শরিকদের বিশ্বনাথ চৌধুরি, আলি ইমরানরা থাকতে পারেন। কংগ্রেসের আব্দুল মান্নান, নেপাল মাহাতোরাও থাকতে পারেন। তবে কোনও দলছুটকে না রাখাই ভাল। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, তাঁর কয়েকদিন বিশ্রাম পেলে ভাল হয়। তিনি বরং এখান–ওখান ঘুরে বেড়ান। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কোনও খরচ লাগবে না। মনের সুখে তিনি কবিতা লিখুন, ছবি আঁকুন, গান লিখুন।
দিদি জাতীয় সরকারের আইডিয়া দিয়েছেন। আমরা প্রাদেশিক সরকারের আইডিয়া দিয়ে রাখলাম। দিদিমণি, একটু ভেবে দেখতে পারেন।