(বেঙ্গল টাইমসের জনপ্রিয় বিভাগ- নন্দ ঘোষের কড়চা। একেকদিন তাঁর টার্গেট একেকজন। বাম বা ডান, অভিনেতা বা খেলোয়াড়, তাঁর হাত থেকে কারও নিস্তার নেই। যে যতই মহান উক্তি করুন, তিনি ঠিক খুঁত খুঁজে বের করবেন। আজ তাঁর শিকার সূর্যকান্ত মিশ্র। তাঁর বিরুদ্ধে নন্দ ঘোষের কী অভিযোগ ? পড়লেই জানতে পারবেন। )
বাহ। কী আবদার! আপনি একাই সিপিএম করবেন। আর কেউ করবে না। কার্ল মার্কস বোধ হয় শুধু আপনাকেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন!
ব্রিগেডে লাখ লাখ লোক দেখে আর গনগনে সূর্য দেখে সূর্যবাবুর মাথাটাই খারাপ হয়ে গেল। বলে দিলেন, যারা জাঠায় নেই, যারা ব্রিগেডে নেই, তাদের আমাদের সঙ্গে থাকার দরকার নেই।
বেশ হাততালিও পড়ল। বলি ও সূর্যবাবু, আমার মতো অলস, ভীতু ও নিষ্কর্মা লোকগুলো তাহলে কোথায় যাবে? ধরে নিন, আমি নিপাট একটি অলস মানুষ। ঝুটঝামেলায় থাকি না। চাইলে ভীতুও বলতে পারেন। আমি জাঠা বা ব্রিগেডে যাই না। তাই বলে আমি সিপিএম-কে ভোট দিতে পারব না? আমি কোথায় ভোট দেব, আপনি বলে দেওয়ার কে মশাই!
ওই জাঠায় কী হল, মনে নেই ? কেউ কান ধরে উঠ-বোস করাচ্ছে, কেউ মাথায় লাঠির বাড়ি মারছে। আপনাকেও তো ধাক্কাধাক্কি করেছে। তাহলেই বুঝুন, আপনার গায়ে হাত তুলছে। তাহলে আমার গায়ে তুলতে কতক্ষণ!
অলস লোকেরা একটু বেশিই টিভি দেখে। ধরে নিন, আমিও তাই। দেখছি সবাই মার খাচ্ছে, আর ওইসব দেখে আমি জাঠায় যাব? আমার ক্ষুদিরাম হওয়ার কোনও শখ নেই। তাছাড়া, আপনি মার খেলে সংগ্রামী, লড়াকু- এসব তকমা পাবেন। ইতিহাসে নাম উঠবে। আর আমি মার খেলে ? শ্বশুরবাড়িতেও যেতে পারব না। সাধের শ্যালিকারা কেমন আওয়াজ দেবে, বেশ বুঝতে পারছি। আমি বাপু ওসবে নেই।
আপনি নাকি ডাক্তার ছিলেন। কই, রোগী দেখেন না তো । তাহলে মশাই ডাক্তার হলেন কেন ? নামের আগে ‘ডা’ শব্দটা দেখার জন্য ? নাকি ডাক্তার হলে কোনও একদিন স্বাস্থ্যমন্ত্রী হবেন, সেই জন্য। আপনার ডিগ্রি আছে, তাও চিকিৎসা করেন না। আরেকজনের ডিগ্রি নেই, তাও তাঁর জঙ্গলমহল নামক ঝোলায় সব ওষুধ থাকে। যে যা ওষুধ চায়, দিয়ে দেন। তাহলে কে ভাল ডাক্তার। তা যাক গে, ধরুন, আমি এক প্রাইমারি শিক্ষক। মাইনে না পেলে বউ পেটাবে। আমি বাপু আপনার মতো শিক্ষিত নই। ধরুন পাতি এক মাস্টার, বা সরকারী কর্মী। স্কুলে বা অফিস গেলে, মাইনে পাই। কত পারসেন্ট ডি এ বাড়ল, সেই হিসেব করি। আমি সিএল নিয়ে জাঠায় যাব কেন ? জাঠায় গেলে সরকার ছুটি দেবে ?
একটা সাধের রবিবার ? তাও আবার বড়দিনের পর শেষ রবিবার। মন উড়ু উড়ু। আমি তো আপনাদের মতো বেরসিক নই। আমার বুঝি বউকে নিয়ে একটু সমুদ্রে যেতে ইচ্ছে করে না ? দীঘার সমুদ্রে না গিয়ে আমি জনসমুদ্রে যাব ? তারপর বাড়ি ফিরে তৃণমূলের পিটুনি খাই আর কী!
শুনুন মশাই, আমার বউ বলে দিয়েছে, ওসব ঝুটঝামেলায় যেও না। বউয়ের কথা অমৃতসমান। আমি জাঠাতেও নেই। ব্রিগেডেও নেই। মেহনতি মানুষের লড়াই, আ্দোলন বা মিছিলেও নেই।
তবু আমি আপনাদেরই ভোট দেব। আপনি বারণ করার কে মশাই ? স্বয়ং মার্কস বা লেনিন বারণ করলেও শুনব না।
(নন্দ ঘোষ একটি ওপেন ফোরাম। আপনিও হয়ে উঠতে পারেন নন্দ ঘোষ। যাঁর বিরুদ্ধে লিখতে ইচ্ছে করছে, তাঁর বিরুদ্ধেই লিখুন। সেই লেখায় যুক্তি থাকতেই হবে, এমন কোনও শর্ত নেই। লেখা পাঠানোর ঠিকানাঃ bengaltimes.in@gmail.com)