শ্রীপর্ণা গাঙ্গুলি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই রেজাল্টের পরই এক ঘটনা ঘটল। টিভির পর্দায় কৃতীদের নানা কথা। তার মাঝে হঠাৎই পর্দার দখল নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিক রেজাল্টের দিন তাঁর দ্বিতীয় দফার শপথের বর্ষপূর্তি। আর উচ্চ মাধ্যমিক রেজাল্টের দিন তাঁর ব্যারাকপুরের প্রশাসনিক বৈঠক।
ইদানীং নতুন একটি স্টাইল চালু হয়েছে। প্রশাসনিক বৈঠকে ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছেন। অর্থাৎ, সবাই লাইভ দেখুক। সব চ্যানেলকেই তা দেখাতেও হচ্ছে। এক, দুপুর দিকে বিশেষ কিছু থাকে না। দ্বিতীয়টা আরও ভযঙ্কর। কারা দেখাল, আর কারা দেখাল না, তাঁর কাছে ঠিক খবর পৌঁছে যাচ্ছে। আর প্রশাসনিক বৈঠকের মধ্যে যা বিনোদনের উপাদান, তাতে রাতে মীরাক্কেল না দেখে দুপুরে প্রশাসনিক বৈঠক দেখা অনেক ভাল।
থাক সে সব কথা। মুখ্যমন্ত্রীর বোঝা উচিত, ওই দিন সবাই কৃতী ছাত্র ছাত্রীদের কথাই শুনতে চান। তাদের বাবা–মার কথাই শুনতে চান। সেইদিন প্রশাসনিক বৈঠক নামক প্রহসনটা না রাখলেই নয়! আর যদি বৈঠক করতেই হয়, ক্যামেরা ঢোকানোটা খুব জরুরি? কী জানি, কৃতী ছাত্র ছাত্রীদের সঙ্গেও হয়ত প্রতিযোগিতায় নেমেছেন। যতই তোমরা নম্বর পাও, টিভিতে সেদিন আমাকেই দেখাবে। আমি এমন এমন কাণ্ড করব, তোমাদের নিয়ে লোকে আলোচনাই করবে না। টেক্কা দিয়ে হয়ত একটা গর্ব অনুভব করেন।
মাননীয় মুখ্যমন্ত্রী, এবার একটু আড়ালে থাকতে শিখুন। নিজের ঢাক পেটানোর অনেক সুযোগ সারা বছর পাবেন। অন্তত বিশেষ কয়েকটা দিনে এই ঢাক পেটানোটা একটু বন্ধ রাখুন।
(এটি ওপেন ফোরামের লেখা। মতামত লেখকের ব্যক্তিগত। এমন নানা বিষয়ে আপনিও কলম ধরতে পারেন। লিখে পাঠাতে পারেন আপনার মতামত। লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com)